শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৭:৪১

কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আগামীকাল বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার লড়াই। বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ভারতে চলমান এসএ গেমস ফুটবলে (পুরুষ) সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দল। কালকের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিকে। 

গতকাল নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দল। এর আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এসএ গেমসের মিশন শুরু করে রেজাউল করিম রেজার শিষ্যরা।

প্রথম ম্যাচে লজ্জার ১-১ গোলে ড্র করে সেমিফাইনাল ওঠা কঠিন করে ফেলে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ড্র করলেই শেষ চার এমন সমীকরণে কাল মাঠে নেমে শেষ পর্যন্ত স্বস্তির জয় বাংলাদেশ।

এদিকে, বাংলাদেশের কাছে হেরেও শেষ চারে উঠেছে নেপাল। বি গ্রুপ রানার্স আপ হয়ে সেমির টিকিট পেয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে তারা ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিল। সেমিতে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন মালদ্বীপ।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে