স্পোর্টস ডেস্ক : স্তম্বিত টাইগার পরিবার। স্বস্তি পাচ্ছেন না ক্রিকেটাররা। কি জানি কি হয়ে গেছে এরই মধ্যে। স্বপ্ন দেখানোর পরে করুণ চিত্র নেমে আসে খেলার মাঠে।
মিরপুরের স্টেডিয়ামে রচিত হয় বেদনার কাব্য। বারবার কেঁদে কেঁদে মাঠ ছেড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। শিরোপার স্বপ্ন দেখার পরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে দেশের যুব ক্রিকেটারদের।
মেহেদি হাসান মিরাজের আর অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপে মাঠে নামা হচ্ছে না। জাতীয় দলে কখন কি ডাক পান সেদিকে তাকিয়ে থাকবেন তিনি।
মেহেদি হাসান হারের কারণে বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন। সাজিয়ে গুছিয়ে কথা বলার মানসিকতা ছিল না তার।
মিরাজ হৃদয় কাঁপিয়ে দেয়ার মত কয়েকটি কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার পর। মিরাজ বলেন, নতুনদের মধ্যে কেউ যুবাদের দায়িত্ব কাঁদে নেবেন।
আর বাংলাদেশ এক দিন না একদিন বিশ্বচ্যাম্পিয়ন হবেই। মিরাজের ভাষ্যমতে, মুশফিক ভাইয়েরা ২০১৬ সালে কোয়ার্টার ফাইনালে খেলে। আর আমরা সেমিফাইনাল খেলেছি।
তার মতে এমনি করেই অর্থাৎ হাঁটি হাঁটি পা পা করে স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ। মিরাজ বিদায় বেলায় বলেন, আমি বলে গেলাম, সব দেশকে হারিয়ে একদিন বিশ্বকাপের শিরোপা জিতবে বাংলাদেশ।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর