শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৫:৪৯

ফতুল্লায় পাকিস্তানি দুই ক্রিকেটারের চার-ছক্কার ফুলঝুরিতে লণ্ডভণ্ড ইংল্যান্ড

ফতুল্লায় পাকিস্তানি দুই ক্রিকেটারের চার-ছক্কার ফুলঝুরিতে লণ্ডভণ্ড ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: শুক্রবার ফতুল্লা খান সাহেব ওসমানী ক্রিকেট স্টেডিয়ামে যুব বিশ্বকাপের স্থান নির্ধারিত ম্যাচে পাকিস্তানি ম্যারকুটে ব্যাটসম্যান সাইফ ও মালিক জুটির চার-ছক্কার ফুলঝুরি লণ্ডভণ্ড ইংল্যান্ডের যুবারা।

ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় নিয়ে আসরের পঞ্চমস্থান অর্জন করলো পাকিস্তান। স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার পাকিস্তানকে ২৬৫ রানের টার্গেট দেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪১ বল হাতে রেখে টার্গেট পার করে পাকিস্তানি যুবারা। তবে এদিন  পাকিস্তানি দুই ক্রিকেটার সাইফও মালিকের চমৎকার তাল-মিলে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। এই জুটির সংগ্রহ ৮০ রান। অর্ধশত করেছেন জিসান মালিক। ব্যাটিং করছেন ৭৪ রান নিয়ে। তার সংগ্রহে বাউন্ডারির সংখ্যা ১২টি। আর সাইফ বদর আছেন ৪২ রান নিয়ে। ৪৪ বলে তিনি তিনটি ছক্কা ও দুটি বাউন্ডারি মেরেছেন।

এ ছাড়াও পাকিস্তানি ওপেনার জিশান মালিক খেলেন ৯৩ রানের ঝকঝকে ইনিংস। ১০৫ বলের ইনিংসে জিশান হাঁকান ১৫টি বাউন্ডারি। ব্যক্তিগত ৩৯ রানে অপরাজিত থাকেন আসরে পাকিস্তানের সফল ব্যাটসম্যান হাসান মহসিন।

প্রথমে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক গওহর হাফিজ। দলীয় ৫৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। তবে পাঁচ নম্বরে ব্যাট হাতে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেন স্যাম কারেন। পাকিস্তানের বল হাতে সমান উইকেট নেন সামীন গুল ও সাইফ আলী।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে