স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান ক্রিকেটার ক্রিস গেইল সম্পর্কে জানা আছে সবারই। গেইলকে ব্যাট হাতে ভয় দেখিয়েছেন জিম্বাবুয়ের মাসাকাৎজা।
বিশ্বের বড় বড় তারকাকে টমকে গেছেন তিনি। আইসিসিতে বিশ্বরেকর্ড গড়েছেন মাসাকাৎজা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো খেলার পুরস্কার হিসাবে অধিনায়কত্ব পান তিনি।
বাংলাদেশ থেকে ফিরে দেশের মাটিতে ঘরোয়া আসরে খেলেন মাসাকাৎজা। বৃহস্পতিবার মাউন্টেইনিয়ার্সের মাঠে নামেন মাসাকাৎজা।
এদিন টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান করে রেকর্ডবুকে নাম লেখান গেইল। গেইল এদিন করেন ১৬২ রান।
৭১ টি বল মোকাবেলা করে এই রান করেন তিনি। মাসাকাৎজার উপরে রয়েছেন কেবল গেইল। গেইলের গড়া ১৭৫ রানের রেকর্ড ভাঙ্গার পথে হাঁটছিলেন তিনি।
১৪ চার ও ১১ ছয়ে ওই রান করার মাধ্যমে গেইলকে ঠিকই কিন্তু হুঙ্কার দিয়ে রেখেছেন তিনি। নিজের সেরা দিনে এই রেকর্ড হয়তো ভেঙ্গে দেবেন তিনি। এর আগে ম্যাককালামের করা ১৫৮ রানই ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর