স্পোর্টস ডেস্ক : মোটেই একাদশে সুযোগ পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত শুক্রবার দলের হয়ে মাঠে নামার সুযোগ হয় মুশফিক ও সাকিব আল হাসানের।
করাচির হয়ে এক সাথে মাঠ কাঁপানোর মত মধুর একটি দৃশ্য দেখার অপেক্ষায় বাংলাদেশ। ব্যাট করছে সাকিব আল হাসানের করাচি কিংস।
২ উইকেট হারিয়েছে করাচি। তালিকায় পাশাপাশি রয়েছেন দুই টাইগার ক্রিকেটার। সাকিব চার ও মুশফিক পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন।
মুশফিকে ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসাবে একাদশে নিয়েছে করাচি কিংস। সাকিবকে বেশ কয়েকবার দেখা হয়েছে।
বিদেশের মাটিতে মুশফিক কেমন খেলেন সেটা দেখার সুযোগ এখন সবার সামনে। আট ওভারে ৬২ রান নিয়ে ব্যাট করছে করাচি। ব্যাট হাতে প্রস্তুত এই দুই টাইগার।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর