স্পোর্টস ডেস্ক: ভারতীয় সুপার লিগে (আইপিএল) এর সবচেয়ে জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কলকাতা নাইট রাইডার্সের নামে আরও একটি দলের মালিক হলেন। বলিউড এ বাদশাহর দলটির নাম রাখা হয়েছে ‘ত্রিনবাগো নাইট রাইডার্স’।
বৃহস্পতিবার এ ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে প্লেয়ার্স ড্রাফটিং অনুষ্ঠিত হয়। শাহরুখ দল কেনার পরই ভাবা হয়েছিল কলকাতার মতো এখানেও শাহরুখের দলে জায়গা হবে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে। কিন্তু শাহরুখ খানের হাত থেকে ছুটে গেলেন সাকিব। শাহরুখ খানের আগেই বিশ্বসেরা এ অল রাউন্ডারকে অন্য দল কিনে নিয়েছে।
এবারের ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। ড্রাফটে সাকিবসহ সাতজন বাংলাদেশি ছিলেন। তবে সাকিবের দল পাওয়ার দিনে দল পেলেন না মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুস্তাফিজের মতো গ্রেট গ্রেট ক্রিকেটার।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস