স্পোর্টস ডেস্ক : ঢাকায় এসেছেন আইসিসি সভাপতি জহির আববাস। গুরুত্বপূর্ণ মিশন নিয়েই মাশরাফিদের দেশে এসেছেন তিনি।
যুবাদের বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে বাংলাদেশ সফরে আসার পূর্বপরিকল্পনা ছিল তার। পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতেরও।
যুব বিশ্বকাপের শিরোপা তুলে দেয়ার জন্য বাংলাদেশ সফরে আসাই আইসিসি সভাপতি জহির আব্বাসের প্রধান লক্ষ্য । ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে যুব বিশ্বকাপের লড়াই।
বিসিবি কর্মকর্তাদের সাথে মিরপুরের স্টেডিয়ামে দেখা যাবে এই মেহমানকে। ক্রিকেট নিয়ে বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।
ধরেই নেয়া যায় এখানে আসবে বিশ্বকাপ বর্জন করা অস্ট্রেলিয়ার প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তাকে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানান।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর