স্পোর্টস ডেস্ক : গেল কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল হোসেন। পিঠের ইনজুরির কারণে বেশ অনেকদিন ভুগেছিলেন তিনি। পরে মাঠে ফিরলেও আর ফেরা হয়নি জাতীয় দলের হয়ে। যদিও নিয়মিত খেলে যাচ্ছেন দেশের সব ঘরোয়া টুর্নামেন্টে। এবার রুবেল দিলেন বড় এক সুঃসংবাদ।
দ্বিতীয় বারের মতো বাবা হতে চলেছেন রুবেল। গতকাল নিজের ভেরিফাইড ফেসুবক পোস্টে তারকা এই পেসার নিজেই জানিয়েছেন সেটি। সেখানে রুবেল লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আবারও দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।'
এর আগে রুবেলের ঘরে রয়েছে একটি পুত্র সন্তান। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতাচ্ছেন বাগেরহাটের এই পেসার। এছাড়া সবশেষ বিপিএলটা অবশ্য সুখকর ছিল না রুবেলের কাছে। খুলনা টাইগার্সের হয়ে মাঠে নেমে দলকে জেতাতে ব্যর্থ হন।
২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ২৮টি উইকেট।