শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১০:৩১

দুবাইয়ে টাইগার সাকিবের এটা কেমন ব্যাটিং স্টাইল!

দুবাইয়ে  টাইগার সাকিবের এটা কেমন ব্যাটিং স্টাইল!

স্পোর্টস ডেস্ক: গতকাল দুবাইয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর তামিমের পেশোয়ার জালমির কাছে লজ্জাজনকভাবে সাকিবের করাচি কিংস হারের পর আজ লাহোর কান্দাহারের বিপক্ষে নিজেদের পঞ্চম যুদ্ধ শুরু করতে মাঠে নামবে। লাহোর কান্দাহারের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করছে করাচি কিংস। দলের অভিজ্ঞ তিন ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাট হাত ক্রিজে আসেন সাকিব। শুরুতে দেখেশুনে খেলও ১০৯ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান নিয়ে সাজঘরের পথে হাটেন সাকিব। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবের করাচির সংগ্রহ ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান।

এর আগে সাকিবের করাচি কিংস চার ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। সেটি প্রথম ম্যাচেই সাকিবের ৫১ রান ও এক উইকেট নেয়ার সুবাদে। যে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিবই। তবে পরের দুটি ম্যাচেই সাকিবরা হেরেছে। দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে করাচি হারে ৮ উইকেটে। এই ম্যাচে সাকিব ১৩ বলে করেন ১৭ রান। চার ওভারে ৪৩ রান নিয়ে পান একটি উইকেট। আর তৃতীয় ম্যাচে ইসলামাবাদের কাছে মাত্র দুই রানে হেরে যায় করাচি। যে ম্যাচে সাকিব দুই ওভারে ১১ রান দিয়ে পাননি কোন উইকেটের দেখা। ব্যাট হাতে ২২ বলে করেছেন ২০ রান। সর্বশেষ গতকাল তামিমের পেশোয়ার জালমির বিপক্ষে মাত্র ২ ওভার বল করে ২৬ রান দেন সাকিব আল হাসান। কিন্তু কোন উইকেট নিতে পারেননি। তা ছাড়াও এদিন সাকিব ব্যাট হাতে মাত্র ১রান করে।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে