স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস—আইপিএলের সবচেয়ে বড় ম্যাচ বলা যেতেই পারে। গত ১৬ আসরের মাঝে ১০টিতেই শিরোপা গেছে এই দুই ফ্র্যাঞ্চাইজির ঘরে।
আইপিএলের সবচেয়ে সফল দুই দলের এই লড়াইয়ে অবশ্য বাংলাদেশের ভক্তদের থাকবে বাড়তি নজর। এই ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে খেলতে পারেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার ফিজ। আছেন সেরা উইকেট সংগ্রাহকের দৌড়েও। অবশ্য ৯ উইকেটের ৮টিই ফিজ শিকার করেছেন চিপকের অপেক্ষাকৃত ধীরগতির পিচে। দারুণ সব সুইংয়ে বিভ্রান্ত করেছেন ব্যাটারদের। সে তুলনায় মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়েতে তাকে খেলতে হবে ফাস্ট বোলিংয়ের উপযুক্ত পিচে। স্বাভাবিকভাবেই কিছুটা পরীক্ষা দিতেই হবে ফিজকে।
যে কারণে ওয়াংখেড়েতে চেন্নাইয়ের একাদশে আজ মুস্তাফিজের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে তামিল ধারাভাষ্যকার নানি সত্যনারায়ানানকে সঙ্গে নিয়ে চেন্নাই-মুম্বাই ম্যাচ নিয়ে আলোচনা করেছেন।
সেখানেই আলোচনায় একজন বলেন, ‘পাথিরানা যদি ফিট থাকে তাহলে ওয়াংখেড়ে আমি ওকে খেলাব। কারণ মোস্তাফিজ অনেক বেশি স্লোয়ারে নির্ভরশীল। মুম্বাইয়ের মাঠে এটা তাকে বিপদে ফেলতে পারে। পাথিরানা ফিট থাকলে আমি তাই মুস্তাফিজকে একাদশের বাইরে রাখতাম। আমি জানি না, পাথিরানা ফিট আছে কি না।’
এরপর আরেক প্রশ্নের উত্তরে নানি নিজের মতামত জানিয়েছেন। তার বিশ্বাস এই ম্যাচে চেন্নাইয়ের তুরুপের তাস হতে পারেন মুস্তাফিজ। শুরুতে রোহিত শর্মাকে ফেরানোর দায়িত্ব মুস্তাফিজকেই নিতে হবে বলে মনে করেন নানি। এ ছাড়া রবীন্দ্র জাদেজাও রোহিতকে শিকার করতে পারেন বলে ধারণা তার।
নানি বলেন, 'মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ে ‘কী’ প্লেয়ার হবে। চেন্নাইয়ের জন্য রোহিত শর্মার উইকেটটা গুরুত্বপূর্ণ হবে। এলডব্লিউতে রোহিতকে আউট করা মুস্তাফিজের উচিত হবে তাকে নিজের শিকার বানানো। জাদেজাও নিতে পারে, গত বছর রোহিতকে সেও আউট করেছিল।'
মুম্বাইয়ের লাল মাটির পিচ বরাবরই রানসহায়ক। পরিসংখ্যান বলছে বোলারদের এই মাঠে প্রতিটি উইকেটের জন্য ২৭ এর বেশি রান দিতে হয়েছে। ইকোনমিটাও সাড়ে আটের কিছু বেশি। আগে ব্যাট করে এখানে গড় স্কোর ১৬৯.৪৩। আবার পরে ব্যাট করে জয়ের শতকরা হারও বেশি।
এমনকি এই মাঠে ফিজের সবশেষ রেকর্ডও খুব একটা সুখকর না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে দিয়েছিলেন ৭৬ রান। ৭ চার আর ২ ছক্কা সেই ম্যাচে হজম করতে হয়েছিল তাকে। ওয়াংখেড়েতে তাই ফর্মের চূড়ায় থাকা ফিজের প্রত্যাবর্তন কেমন হয়, সেটাই দেখার অপেক্ষা।