স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম করাচির হাল ধরেছেন। সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হন এদিন।
এর পরে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয় মুশফিকের। দারুণ লড়ে যাচ্ছেন মুশফিক। ব্যাট হাতে পাচ্ছেন রান। দলের সংগ্রহ বাড়ানোর জন্য লড়াইয়েরত মুশফিকুর রহিম।
সাকিবসহ দলের টপ অর্ডাররা অনেকেই ব্যর্থ হন এদিন। রবি ও মুশফিক এগিয়ে নিয়েছেন দলকে। এ রিপোর্ট লেখার ৭ বলে ১০ রান নিয়েছেন মুশফিক। দলের মোট সংগ্রহ ১৭৮।
শেষ সময়ে এটাকে মুশফিকের দুর্দান্ত ব্যাটিংই বলা চলে।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর