স্পোর্টস ডেস্ক : চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন তামিম ইকবাল। তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। আবাহনী লিমিটেডের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানের বেশি করতে পারেননি প্রাইম ব্যাংকের এই ওপেনার।
৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছেন তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন তাসকিন আহমেদ। সেখানে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছিলেন তামিম, তার ব্যাটের কানায় বল লেগে চলে যায় স্লিপে। সহজ ক্যাচ তালুবন্দি করেছেন নাইম শেখ।
তিনে নেমে সুবিধা করতে পারেননি জাকির হাসানও। দুই চারে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ১২ বলে ৮ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার।
১৯ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারানোর পর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। তবে দিপু বেশিক্ষণ টিকতে পারেননি। নবম ওভারে তানজিম সাকিবের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১২ বলে ১২ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে প্রাইম ব্যাংক। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও ইমন।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪১ রান করেছে আবাহনী। সেঞ্চুরি পেয়েছেন নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত। তাছাড়া ৩৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়।