স্পোর্টস ডেস্ক: হারতে হারতে যখন দিশেহারা হয়ে পড়েছে করাচি কিংস। কিন্তু তখনি একাদশে রাখা হলো উইকেটরক্ষক ব্যাটস্যমান মুশফিকুর রহিমের। তবে একাদশে ডাক পেয়ে নিজের ব্যাটিং কারিশমাটা ঠিকমতো দেখাতে পারলেন না মুশফিক। ওভারের জন্য গর্জে উঠতে পারলেন না এ টাইগার। নিজের ব্যাটের কাছে পেয়েছে মাত্র ৭টি বল এতেই তুলে মেরেছে একটি বাউন্ডারি। এ বাউন্ডারির সাহায্যেই নিজের ঝুলিতে চলে আছে ১০ রানের সংগ্রহ। কি আর করার নির্ধারিত ওভার শেষ। আর দলের সংগ্রহ তো কম হয়নি। তবু মুশফিজের আক্ষেপ রয়ে গেল আরো কয়টি বলের। হয়তো মুশফিক মাঠ কাঁটিয়ে ছাড়তেন নতুবা আউট হতেন। অবশেষে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয়েছে মুশফিকের।
শুক্রবার পাকিস্তান সুপার লীগের (পিএসএল) নিজেদের পঞ্চম ম্যাচে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে একাদশে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। দলে আছেন সাকিবও। মুশফিকের আগে সাকিব ব্যাট করে ৯ বলে করেন মাত্র ৯ রান। মুশফিককে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে একাদশে রাখা হয়েছে।
উল্লেখ্য, করাচি কিংস চার ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। প্রথম ম্যাচেই সাকিবের ৫১ রান ও এক উইকেট নেয়ার সুবাদে। যে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিবই। তবে পরের দুটি ম্যাচেই সাকিবরা হেরেছে। দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে করাচি হারে ৮ উইকেটে। এই ম্যাচে সাকিব ১৩ বলে করেন ১৭ রান। চার ওভারে ৪৩ রান নিয়ে পান একটি উইকেট। আর তৃতীয় ম্যাচে ইসলামাবাদের কাছে মাত্র দুই রানে হেরে যায় করাচি। যে ম্যাচে সাকিব দুই ওভারে ১১ রান দিয়ে পাননি কোন উইকেটের দেখা। ব্যাট হাতে ২২ বলে করেছেন ২০ রান। সর্বশেষ গতকাল তামিমের পেশোয়ার জালমির বিপক্ষে মাত্র ২ ওভার বল করে ২৬ রান দেন সাকিব আল হাসান। কিন্তু কোন উইকেট নিতে পারেননি। তা ছাড়াও এদিন সাকিব ব্যাট হাতে মাত্র ১রান করে।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস