মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ০৯:১২:৩৫

কখন দলে ফিরছেন তামিম? যা জানালেন শান্ত

কখন দলে ফিরছেন তামিম? যা জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে গতকাল আলাপ করেছেন তামিম ইকবাল। মিরপুর শের-ই বাংলার মাঠে ডিপিএলে তারা মুখোমুখি হয়েছিলেন। 

ম্যাচশেষে ড্রেসিংরুমে দেখা যায় শান্ত-তামিমকে লম্বা সময় ধরে বৈঠক করতে। বৈঠক শেষে অবশ্য অধিনায়ক শান্ত অবশ্য খোলাসা করেননি কি কথা হয়েছে তাদের। 

মিরপুরে তামিমের সঙ্গে আলাপ শেষে জাতীয় দলের অধিনায়ক শান্ত বিস্তারিত জানাননি। কিন্তু প্রশ্নটা ছিল অবধারিত। তামিমের ফেরা নিয়েই কী বর্তমান অধিনায়কের সঙ্গে আলাপ? উত্তরে শান্ত গণমাধ্যমে বলেন, ‘এটা আমার আর তামিম ভাইর মধ্যেই থাক। আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’

শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’

তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। 

উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’

তামিমের ব্যাটিং কেমন দেখলেন শান্তর উত্তর, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ নয়। এটা সিলেক্টররা দেখবেন। আমি খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই দেখে এসেছি। যখনই উনি ব্যাটিং করেন, উপভোগ করি। দুর্ভাগ্য যে আজ রান করতে পারেননি। কিন্তু ওভারঅল ডিপিএলে ভালো খেলেছেন। বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। প্রত্যেকটা ইনিংসই উপভোগ করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে