স্পোর্টস ডেস্ক : দেশের অন্যতম ব্যাটিং-বোলিংয়ের হাতিয়ার টাইগার নাসির নিজের নানা পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। টি-টোয়েন্টি ও এশিয়াকাপের জন্য ঘোষিত দলের প্রাথমিক তালিকায় না থাকার বিষয়েও ক্ষোভ-আক্ষেপের কথা বলেছেন তিনি।
দেশের একটি দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টি-টোয়েন্টিতে আমি যখন ব্যাটিং করতে নামি তখন হাফসেঞ্চুরি বা সেঞ্চুরি করার কোনো সুযোগ থাকেনা।
ওই সময় দ্রুত রান সংগ্রহ করার তাড়া থাকে। তাই কিভাবে ছক্কা হাঁকিয়ে দ্রুত রান নেয়া যায় সে জন্য অনুশীলন করছি। নাসির বলেন, ২০ বলে ৪০ রান করতে পারাই বেটার।
তাই কিভাবে বলকে ছয়ে পরিণত করা যায় এই বিষয়ে অনুশীলন করছি। বিশ্বকাপের প্রাথমিক দলে নাসিরের নাম যখন ছিল না তখন তার কেমন লাগছিল? এই প্রশ্নেরও জবাব দেন নাসির।
নাসির হোসেন এই বিষয়ে বলেন, নাসির বলে বাদ পড়ার সময় চোখেই নয় আমার প্রাণেও পানি আসে। নাসির হোসেন বলেন, এমন কঠিন সময়ের চেয়ে খারাপ সময় আর কি হতে পারে।
প্রসঙ্গত, এশিয়াকাপ ও টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্য বিশিষ্ট দলে রয়েছেন নাসির হোসেন। ব্যাটের পর বলও করে থাকেন তিনি। দলের হাথুরুসিংহের বিশেষ অনুশীলনে রয়েছেন তিনি।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর