স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেটে হেরে স্বাংলাদেশের যুবাদের স্বপ্নভঙ্গ হলেও যুব বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করতে এবার শ্রীলঙ্কা বিপক্ষে মাঠে নামবে মিরাজ বাহিনী। বাঘে-সিংহের এ লড়াইটি হবে ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
দুই দলের তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচটি আলাদা রোমাঞ্চ ছড়াচ্ছে। বাংলাদেশ এর আগে একবারও সেমিফাইনাল খেলতে পারেনি। প্রথমবারের মত ফাইনালে উঠার সুযোগটি হারিয়ে ষোল কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ মেহেদী হাসান মিরাজরা। শীর্ষ দুইয়ে থাকার সুযোগ হারিয়ে বাংলাদেশের টার্গেট এখন তিন নাম্বার পজিশনে থাকা। তৃতীয় হওয়াটাও বড় অর্জন হবে বাংলাদেশের। এমনটাই মনে করছেন মিরাজ।
এদিকে, ২০০০ সালে শ্রীলঙ্কা নিজেদের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে রানারআপ হয়েছিল। এরপর ৭টি বিশ্বকাপে অংশ নিলেও শিরোপার কাছাকাছি যেতে পারেনি লঙ্কানরা। এবারও সিংহের দলটি ব্যর্থ হয়েছে। বাংলাদেশ হারিয়ে নিজেদেরকে আরেকটু উপরে নিয়ে যেতে চাইবে লঙ্কান দল।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস