স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকায়জী দলের অন্যতম নায়ক ছিলেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটারকে আসন্ন জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পাওয়ার পরও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, এই দলটি বিশ্বের অন্যতম ভয়ংকর দল। তারা যে কাউকে হারাতে পারে, তাদের সেই সামর্থ্য, খেলোয়াড় এবং প্রতিভা আছে। আমি এই বিশ্বাসটা তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই দলের সঙ্গে কাজ করার কথা ভেবে আমি রোমাঞ্চ অনুভব করছি।’
৫৩ বছর বয়সী মুশতাক এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। নিজ দেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজেরও স্পিন কোচ ছিলেন মুশতাক।
বাংলাদেশের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এই কোচ বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় গর্বের। আমি দায়িত্ব নিতে মুখিয়ে আছি। আমি খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, কারণ তারা বেশ কোচবান্ধব।’
মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট শিকার করেছেন। আর ৫২ টেস্টে শিকার করেন ১৮৫ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার শিকার ১৪০৭ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩২ বার।