স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। পাকিস্তানের সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই মিস্টার পারফেক্ট ম্যান হিসাবে নিজের নামের দ্যুতি ছড়িয়েছেন মুশফিকুর রহিম।
উপমার সবগুলোই যেন পাওয়ার যোগ্য মুশফিক। ব্যাট হাতে নিজের জাত চিনিয়ে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেসনে উইকেটের পেছনে দাঁড়ান তিনি।
কিপার হিসাবে তিনি সেটা করেছেন সেটাই এখন টপ নিউজ। ভয়ঙ্কার রুপে ব্যাট করছিলেন গেইল। থামানো যাচ্ছিল না তাকে। অবশেষে রবি বোপারার বলে উইকেটের পেছেনে একটি কঠিন ক্যাস দেন গেইল।
মুশফিক ক্যাচটি তালুবন্দি করেন সক্ষমতার সাথে। গেইল বিদায় নেন ৩৭ রান করে। কিছুটা স্বস্তি পায় মুশফিকের দল। ভয়ঙ্কর হয়ে ওঠেন গেইলের সাথে ওপেনিংয়ে নামা ডেলপোর্টও।
তাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেন অভিজ্ঞ মুশফিক। এর আগে ডেলপোর্ট করেন ৪১ রান। লাহোরের বিপক্ষে নিজ দলের জন্য গুরু দায়িত্ব পালন করেন মুশফিক।
দুই জনকেই লাহোরের দলীয় ৯৮ রানে বিদায় করেন মুশফিক। সর্বশেষ রিপোর্টে লাহোরের দলীয় রান ৬ উইকেট হারিয়ে ১২৮ রান। ১৭ ওভারের লক্ষ্য গেইলদের সামনে।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর