শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৮:২৭

আরেকটি ইতিহাসের জন্ম দিলেন মেসি

আরেকটি ইতিহাসের জন্ম দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি মানেই নতুন নতুন রেকর্ড, লিওনেল মেসি মানেই নতুন ইতিহাস। আর্জেন্টিনার ইতিহাস গড়ার এ কারিগর এবার নতুন করে আরেকটি ইতিহাসের জন্ম দিয়েছেন।

গত কয়েক মাস ধরে দারুণ ফর্মে আছেন মেসি। ফিফা ব্যালেন ডি-অর জেতার পর ধারাবাহিকভাবে সেরা স্বীকৃতি পাচ্ছেন বিশ্বসেরা ফুটবলার। বার্সেলোনার হয়ে নতুন করে আরেকটি ইতিহাস আর্জেন্টেইন এ রাজপুত্র।  মেসি নতুন ইতিহাস হচ্ছে। তিনি এ প্রথমবারের মতো  লা লিগায় মাসের সেরার পুরস্কার জিতেছেন।  

২০১৩ সালের সেপ্টেম্বর থেকে এই পুরস্কার দেওয়া শুরুর পর থেকে বার্সেলোনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এটি পেলেন মেসি। গত নভেম্বরে বার্সেলোনার প্রথম কোনো ফুটবলার হিসেবে পুরস্কারটি জেতেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।  লা লিগায় গত মাসে  ৬ ম্যাচ খেলে মোট ৬টি গোল করে শীর্ষ আছেন মেসি।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে