শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫২:৫৩

মুশফিকের শুরুর দিনেই জয় পেল তার করাচি

মুশফিকের শুরুর দিনেই জয় পেল তার করাচি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর নিজেদের পঞ্চম দিনে করাচি কিংস-লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে জমজমাট এ আসর শুরু করেন মুশফিকুর রহিম। তবে তার শুরুর দিনেই লাহোর কালান্দার্সের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে মুশফিকের করাচি কিংস।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে রবি বোপারা দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে ১৭৮ রান সংগ্রহ করেন মুশফিক-সাকিবের করাচি। লাহোর কালান্দার্সে সাকিবদের ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ২৭ রানের দুর্দান্ত জয় নিয়ে মাঠে ছাড়েন মুশফিক-সাকিবরা।

করাচি কিংস দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন রবি বোপারা। এছাড়াও নম্যান আনোয়ার (৩৫), শোয়েব মালিক (২৭), ইমাদ ওয়াসিম (১১), মুশফিকুর রহিম (১০), সাকিব আল হাসান (৯) রান করেছেন। করাচির হয়ে একাই ৬টি উইকেট পেয়েছেন রবি বোপারা। তা ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন উসামা মীর ও সোহেল খান। এদিন সাকিব আল হাসান বল করেননি।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে