শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১২:২৫

কাটার মুস্তাফিজ যে একটা জিনিস বুঝলো না সিপিএল!

কাটার মুস্তাফিজ যে একটা জিনিস বুঝলো না সিপিএল!

আল- আমিন শিবলী : গত বছর বাংলাদেশের মাটিতে জুন মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন মুস্তাফিজ। সেই সিরিজে মুস্তাফিজের কাটার-স্লোয়ার ভেল্কিতেই ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে দেশে ফেরেন ধোনি-কোহলিরা। এর মধ্যদিয়ে বিশ্ব ও ক্রিকেটবিশ্বে ব্যাপক সাড়া ফেলে দেন বাংলাদেশি এ বাঁহাতি পেসার।

টাইগার মুস্তাফিজের সেই কাটার-স্লোয়ার ভেল্কিতে মুগ্ধ হয়ে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে বিভিন্ন টিমের কতৃপক্ষরা টাননাটানি শুরু করে দেন মুস্তাফিককে নিয়ে। তবে মুস্তাফিজের কাটার দেখে শুধু যে ভারতীয় ক্রিকেটভক্তরা মুগ্ধ তা নয়। এর আগে মুস্তাফিজের কাটার-স্লোয়ার ভেল্কিতে মুগ্ধ হয়েছে পাকিস্তান সুপার লিগ(পিএসএল)-এর লাহোর কালান্দার্স কতৃপক্ষরা।

বৃহস্পতিবার ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্রাফটে সাকিবসহ সাতজন বাংলাদেশি ছিলেন। মুস্তাফিজও ছিল ড্রাফটের সেই তালিকায়। কিন্তু সিপিএলে সাকিবের কপাল খুললেও কপাল মন্দ মুস্তাফিজের। সিপিএলের কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে টানেনি। হয়তো তারা বুঝে উঠতে পারেনি মুস্তাফিজের গুরুত্ব।

পাকিস্তান সুপার লিগের(পিএসএল) প্রথম আসরেও মুস্তাফিজকে ৪০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু কাঁধের ইনজুরির কারণে তাকে পিএসএলের খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটা জেনেও আসন্ন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ মুস্তাফিজকে কেনে নিয়েছেন ১ কোটি ৪০ লাখ রুপিতে। যা বাংলাদেশি ১ কোটি ৬২ লাখ টাকা প্রায়।

যদিও মুস্তাফিজ গত বছরের জুনে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া এই বোলার ৯টি ওয়ানডেতে ১২ দশমিক ৩৪ গড়ে ২৬ উইকেট নিয়েছেন। সাতটি টি- টোয়েন্টি ম্যাচ খেলে ১৪ দশমিক ৯০ গড়ে নিয়েছেন ১০ উইকেট।
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে