শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৬:৩৮

সাকিবের দাম ৮৭ লাখ টাকা!

সাকিবের দাম ৮৭ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)'র দল জ্যামাইকা তালাওয়াস বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। সাকিবকে ১ লাখ ১০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রা ৮৭ লাখ টাকায় কিনে নিয়েছে দলটি।

বৃহস্পতিবার এ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্লেয়ার্স ড্রাফটিং অনুষ্ঠিত হয়। ক্যারিবীয় লিগে শাহরুখ খানের দল ত্রিনিদাদ ও টোবাগো তাকে কিনেনি। যদি শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের সাকিব। গতকাল সিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।  

ড্রাফটে সাকিবসহ সাতজন বাংলাদেশি ছিলেন। তবে সাকিবকেই কেবল দলে নিয়েছে কেউ। ডাক পাননি মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুস্তাফিজ।

প্লেয়ার ড্রাফটে সাকিব বিক্রি হয়েছেন তৃতীয় সর্বোচ্চ দামে। প্রথম ধাপের খেলোয়াড়রা বিক্রি হন ১ লাখ ৬০, দ্বিতীয় ধাপে ১ লাখ ৩০ হাজার ডলারে।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে