শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৫:১১

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো ভারত

স্পোর্টস ডেস্ক : পুণের বদলা রাঁচিতে, সমতায় ফিরলো ধোনিবাহিনী৷ দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৯ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত৷ ২২ বলে টি-২০ কেরিয়ারের প্রথম অর্ধশতরান শেখর ধাওয়ানের৷ হ্যাটট্রিক থিসারা পেরেরার৷

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান চান্ডিমল৷ তারপর? শেখর ধামাকা৷ রোহিত বিস্ফোরণ৷ চেনা উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০ ওভারে ১৯৬ তুললো ভারত৷

মাত্র ২২ বলে টি-২০ কেরিয়ারের প্রথম অর্ধশতরান করলেন ধবন৷ তার ব্যাট থেকে আসে ৭ টি চার ও ২ টি ছয়৷ ভারতীয় হিসেবে এটি পঞ্চম দ্রুততম অর্ধশতরানের রেকর্ড৷

যদিও, ৫১ রানে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন শেখর৷ রোহিতের ব্যাট থেকে আসে ৪৫৷ রাহানে ব্যর্থ হলেও ইনিংসের হাল ধরেন রায়না৷ দুরন্ত ব্যাটিং নতুন মুখ পান্ডিয়ারও৷ তবে, ইনিংসের শেষ মুহূর্তে চমক৷ পরপর পান্ডিয়া, রায়না ও যুবিকে তুলে নিয়ে হ্যাটট্রিক থিসারা পেরেরার৷ ততক্ষণে অবশ্য রানের পাহাড়ে চেপে বসেছে ধোনির ভারত৷

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট লঙ্কাবাহিনীর৷ প্রথম ওভারেই দিলশানকে নিখুঁত স্টাম্পিং ধোনির৷ ১৬ রানের মধ্যে ৩ টি উইকেট হারায় তারা৷ চান্ডিমল কিছুটা চেষ্টা করলেও, ফের তাকে নিখুঁত স্টাম্পিংয়ে ফেরান ‘ক্যাপ্টেন কুল’৷ ৩২ রানে ফেরেন চামারাও৷ পরপর উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা৷ শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৭ তোলে লঙ্কাবাহিনী৷
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে