শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:১৭:৫৬

বিশ্বরেকর্ড গড়লেন ম্যাককলাম!

বিশ্বরেকর্ড গড়লেন ম্যাককলাম!

স্পোর্টস ডেস্ক : বিশ্বরেকর্ড করলেন ব্রেন্ডন ম্যাককলাম। অভিষেক থেকে টানা খেলে গেলেন ১০০ টেস্ট। না, এমনটা কেউ কখনও করতে পারেননি। এত সহজ কাজ নাকি এটা! তাই দেখে নিন, ম্যাককলামের আগে কারা টানা ১০০ টেস্ট খেলার কাছাকাছি গিয়েছিলেন।

১) ম্যাককলাম - ২০০৪ থেকে ২০১৬। খেললেন টানা ১০০ টেস্ট।

২) এবি ডিভিলিয়ার্স - ২০০৪ থেকে ২০১৫। টানা ৯৮ টা টেস্ট খেলেছিলেন এবি। একটুর জন্য রেকর্ডটা করতে পারেননি।

৩) অ্যাডাম গিলক্রিস্ট - ১৯৯৯ থেকে ২০০৮। এই সময় টানা ৯৬ টি টেস্ট খেলেছিলেন তিনি।

৪) রাহুল দ্রাবিড় - ১৯৯৬ থেকে ২০০৫। এই সময়ে তিনি টানা ৯৩ টি টেস্টে খেলেছিলেন।

৫) শচিন টেন্ডুলকার - ১৯৮৯ থেকে ২০০১। এই সময়ে তিনি টানা ৮৪ টেস্ট খেলছিলেন।

সবাই কাছাকাছি গিয়েছিলেন শুধু। শেষ হাসিটা হাসলেন ম্যাককালামই।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে