স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনিকে ঠাণ্ডা মাথায় দেখে অভ্যস্ত সবাই। বাইশগজে যে কোনো পরিস্থিতিতে ‘কুল’ থাকতে পছন্দ করেন। তবে ধোনির রাগও দেখেছেন কেউ কেউ। তিনি রেগে গেলে কী ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন সেটা তার দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না একটি সাক্ষাৎকারে জানিয়েছেন।
২০০৮ সাল থেকে আইপিএলে ধোনির সঙ্গে চেন্নাইয়ে খেলেছেন সুরেশ রায়না। সম্প্রতি ধোনিকে নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সাবেক এই ব্যাটার।
২০১৪ সালের দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি চেন্নাইয়ের। প্রথমে ব্যাট করতে নেমে শতরান করেছিলেন বীরেন্দ্র শেবাগ। ২২৭ রান তাড়া করতে নেমে চেন্নাই শুরুটা দারুণ করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি। দলের হার মেনে নিতে পারেননি সেদিন ধোনি। ড্রেসিংরুমে ফিরে মেজাজ হারান।
এক সাক্ষাৎকারে রায়না বলেন, ‘ধোনিকে আমি কোনো দিন অত রাগতে দেখিনি। ও ফুঁসছিল। নিজের হেলমেট আর প্যাড রাগে ছুঁড়ে ফেলেছিল। সেদিন সবার সঙ্গে একটু বেশিক্ষণ কথা বলেছিল ধোনি। ও বলছিল, এই ম্যাচটা আমরা জিততে পারতাম। আমাদের হারা উচিত হয়নি। সেই ম্যাচটা জিতলে হয়তো সেবারও আইপিএল জিততাম আমরা। সেটাই ধোনির মাথায় ছিল। তাই ওই হার ও নিতে পারেনি।’
কোভিড মহামারির মধ্যে ২০২০ সালের আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেখানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হতো ক্রিকেটারদের। রায়না আমিরাতে যাওয়ার পরে টুর্নামেন্ট শুরুর আগেই ভারতে ফিরে আসেন। প্রথমে জল্পনা ছড়িয়েছিল যে হোটেলের রুম পছন্দ হয়নি রায়নার। তাই ফিরে আসেন তিনি। ধোনির সঙ্গে নাকি বিবাদও হয় তার। যদিও পরে শোনা যায়, রায়নার পরিবারের কয়েক জনকে হত্যা করেছিল দুষ্কৃতিকারীরা। তাই তড়িঘড়ি করে ফিরে এসেছিলেন রায়না।
সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন রায়না। তিনি বলেন, ‘আমার কাকার পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছিল। পাঠানকোটে দুষ্কৃতীরা পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। কিন্তু তখনই আমি ফিরতে পারিনি। কোভিডের কারণে অনেক নিয়ম ছিল। ১৫ দিন জৈবদুর্গের মধ্যে থাকতে হত। তাই সুযোগ পেয়েই দেশে ফিরে এসেছিলাম। সেই সময় আমি পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। ধোনিকে সবটা বলেছিলাম। ও আমার সিদ্ধান্তকে সমর্থন করেছিল।’
উল্লেখ্য, ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন রায়না। মাঝে দু’বছর চেন্নাই নির্বাসিত থাকায় তৎকালীন গুজরাট লায়ন্সে খেলেছিলেন তিনি। আইপিএলে ২০৫টি ম্যাচ খেলেছেন রায়না। করেছেন ৫৫২৮ রান। চেন্নাইয়ের হয়ে চারটি আইপিএল জিতেছেন এই বাঁ হাতি ব্যাটার।