মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০:৩৬:২৭

যে মাইলফলক স্পর্শ আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে!

যে মাইলফলক স্পর্শ আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে!

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। সোমবার (২২ এপ্রিল) জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের মোহাম্মদ নবীকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন চাহাল।

জয়পুরে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। তিলক বর্মার ৬৫ এবং নেহাল ওয়াধেরার ৪৯ রানের উপর ভর করে ১৭৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় মুম্বাই।

তবে শুরুটা ভালোই করেছিলো রাজস্থান। ২০ রানের মধ্যে মুম্বাইয়ের ৩ উইকেট তুলে নেয় তারা। এরপর দলের হাল ধরেন তিলক বর্মা ও নেহাল ওয়াধেরা। দুই গড়েন ৯৯ রানের জুটি। তবে তার আগে নবীকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ভারতের এই লেগস্পিনার।

আইপিএলের ইতিহাসে গত আসরেই সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে নাম লেখান চাহাল। সাবেক চেন্নাই সুপার কিংসের ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়েইন ব্রাভোকে (১৮৩ উইকেট) পেছনে ফেলেন চাহাল।

তবে চাহাল বেশ খরুচে বোলার ছিলেন আজ। ৪ ওভার বোলিং করে এক উইকেট পেলেও দিয়েছেন ৪৮ রান। রাজস্থানের হয়ে আজ জ্বলে উঠেছেন সন্দীপ শর্মা। ৪ ওভার বোলিং করেন ১৮ রানে নিয়েছেন ৫ উইকেট। কিউই পেসার ট্রেন্ট বোল্ট পেয়েছেন দুই উইকেট।
 
আইপিএলে ৫ সর্বোচ্চ উইকেট শিকারি বোলার
১. যুজবেন্দ্র চাহাল- ২০০ 
২. ডোয়েইন ব্রাভো- ১৮৩
৩. পিয়ুশ চাওলা- ১৮১
৪. ভুবনেশ্বর কুমার- ১৭৪
৫. আমিত মিসরা- ১৭৩

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে