মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৬:৫৮

নবনিযুক্ত স্পিন কোচ মুশতাক আহমেদ এখন ঢাকায়

নবনিযুক্ত স্পিন কোচ মুশতাক আহমেদ এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের কোচিং স্টাফরা দেশে ফিরেছেন। এরপর সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকায় পা রাখেন বাংলাদেশের নবনিযুক্ত স্পিন কোচ মুশতাক আহমেদ।

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে মুশতাক আহমেদের অধ্যায় শুরু হবে। তবে জিম্বাবুয়ে সিরিজ নয়, বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

বিশ্বকাপে মুশতাকের অধীনে ভালো পারফর্ম করলে আর ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে দীর্ঘ সময়ের জন্য মুশতাক আহমেদকে দায়িত্ব দেয়ার প্রস্তাব দেবে বোর্ড। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার লেগস্পিনার হওয়ায়, রিশাদ হোসেনের মতো ক্রিকেটারদের সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বেশকিছু দলের স্পিন কোচের দায়িত্ব সামলেছেন মুশতাক আহমেদ। ২০০৮–১৪ ইংল্যান্ড, ২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ ছিলেন তিনি। এছাড়া ২০১৪-১৬ সময়কালে তিনি পাকিস্তানের বোলিং পরামর্শকও ছিলেন।

এদিকে, রোববার (২১ এপ্রিল) রাতে দেশে ফিরেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঝে তার ফেরা না ফেরা নিয়ে নানা সংশয় তৈরি হলেও সব গুঞ্জন উড়িয়ে দেশে ফিরলেন তিনি। জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল চূড়ান্ত করতে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে