বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৯:২৭

মুস্তাফিজ আজ চমক দেখালেন প্রথম ওভারেই

মুস্তাফিজ আজ চমক দেখালেন প্রথম ওভারেই

স্পোর্টস ডেস্ক : লখনৌ সুপার জায়ান্টসকে পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে মুস্তাফিজ আজ চমক দেখালেন প্রথম ওভারেই! যেখানে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়েছেন লখনৌ দলপতি লোকেশ রাহুল। বাংলাদেশি পেসার নিজের প্রথম ওভারেই লখনৌ অধিনায়ককে সাজঘরে পাঠান। ওই ওভারে কাটার মাস্টার মাত্র ৪ রান দিয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টায় আইপিএলের ৩৯তম ম্যাচে মাঠে নামে চেন্নাই ও লখনৌ। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলে নেয় চেন্নাই। জবাবে ৩৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে লখনৌ।

 ২১১ রানের জবাবে ব্যাটিংয়ে নামা লখনৌ ওপেনার কুইন্টন ডি কককে প্রথম ওভারেই আউট করেন দীপক চাহার। আর আরেক ওপেনার ও দলীয় অধিনায়ক লোকেশ রাহুলকে সাজঘরে পাঠান ‍মুস্তাফিজ।

পঞ্চম ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওভারের প্রথম বলে রাহুল একটি চার মার হাঁকালেও মাথা ঠাণ্ডা রেখে চতুর্থ বলে তুলে নেন তার উইকেট। পরপর দুটি ডট বল দিলে চতুর্থ বলে তেড়েফুড়ে মারতে গিয়েছিলেন রাহুল। কিন্তু ধরা পড়েন এক্সট্রা কাভারে দাঁড়িয়ে থাকা রুতুরাজের হাতে। তাতে ৩৩ রান তুলতেই দুটি উইকেট হারায় লখনৌ।

এ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। ওপেনার অজিঙ্কা রাহানে মাত্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। এরপরে রাচিনের পরিবর্তে দলে যায়গা পাওয়া ড্যারিল মিচেলও বেশিদূর যেতে পারেননি। ১০ বলে ১১ রান করে ইয়াশ ঠাকুরের বলে দীপক হুদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

চেন্নাইয়ের জার্সিতে রবীন্দ্র জাদেজাও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৯ বলে মাত্র ১৬ রান করে মহসিন খানের শিকারে পরিণত হয়েছেন। তবে একপ্রান্ত আগলে দাঁড়িয়ে ছিলেন রুতুরাজ। তার তাণ্ডবে চেন্নাইয়ের রানের চাকা দুর্বার গতিতে এগিয়ে চলে।

জাদেজা আউট হলে অধিনায়ক রুতুরাজকে দারুণ সঙ্গ দিয়েছেন শিবম দুবে। তাদের দুজনের জুটিতে ৪৬ বলে ১০৪ রান আসে। তাতে ভর করে ২১০ রানের সংগ্রহ গড়ে চেন্নাই। দুবে ২৭ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৬৬ রান করে আউট হলে ইনিংস শেষ করেন মহেন্দ্র সিং ধোনি।

ধোনি ১ বলে ৪ রান নিয়ে অপরাজিত থাকেন। আর রুতুরায় ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। চেন্নাই দলপতি ১২টি চার ও ৩টি ছক্কার মার হাঁকিয়েছেন। লখনৌর পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, মহসিন খান ও ইয়াশ ঠাকুর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে