স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে সফরকারী শ্রীলঙ্কান যুব দল।
শনিবার সকালে নয়টায় ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে নামেন মেন্ডিস (১৮) ও পেরেইরা (৩১)
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৯ ওভারে ৫০ রান।
১১ ফেব্রুয়ারি মিরপুরে সেমিফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন উইকেটে হেরে যায় বাংলাদেশ। আর সেমিতে শ্রীলঙ্কা হেরেছিল ভারতের কাছে। তাই আজ তৃতীয় স্থান নির্ধারণীতে মুখোমুখি হয়েছে দু’দেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: জয়রাজ শেখ, পিনাক ঘোষ, জাকের আলী (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শফিউল হায়েত, মোহাম্মদ সাইফুদ্দীন, মোসাব্বেক হোসেন, মেহেদী হাসান রানা, আব্দুল হালিম, সালেহ আহমেদ শাওন।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর