শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫০:৫৩

বিশ্ব তারকাদের টপকে সবার উপরে তামিম ইকবাল, অবাক গোটা বিশ্ব

বিশ্ব তারকাদের টপকে সবার উপরে তামিম ইকবাল, অবাক গোটা বিশ্ব

 

স্পোর্টস ডেস্ক : অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। বিশ্ব তারকাদের টপকে সবার উপরে এখন এই টাইগার তারকা।

দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে এই কীর্তি গড়েছেন তামিম ইকবাল। তামিমের বন্দনার শুরুটা হয় পাকিস্তানের মিডিয়া দিয়েই।

দলের সবাই যখন ব্যর্থ তখন অপরাজিত ৮০ রান করে দলকে জয় এনে দিয়েছেন তামিম। একই সাথে পয়েন্ট টেবিলে তামিমের দল জালমি সবার উপরে ওঠে।

অনন্য দিন তামিমের জন্য। পিএসএলে এ দিন ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল। এত কিছুর পরেও তামিমের বড় কীর্তিটা অন্যখানে।

আর সেটি হলো পাকিস্তানের সুপার লিগে বড় বড় আইকনদের হারিয়ে এখন সবার উপরে তামিম ইকবাল। পিএসএলে তামিমের রান এখন ২৩৭।

ওয়াটসন, গেইলসহ বড় বড় তারকা তামিমের আশপাশেও নেই। বাংলাদেশি ক্রিকেটারের তাণ্ডবে রীতিমত অবাক ক্রিকেট বিশ্ব।

শুক্রবার রাতের একটি প্রসঙ্গ টানা যাক এবার, সেদিন ইসলামাবাদের বিপক্ষে ১৫৩ রানের টার্গেটে হাফিজকে নিয়ে ব্যাট করতে নামেন তামিম।

হাফিজ বিদায় নেন ২৫ রান করে। এর পরে অ্যালেনবাই বিদায় নেন ৭ রানে। কামরান আকমল আউট হন ১০ রানে।

তামিমকে দায়িত্ব দিয়েই সাজঘরে ফেরেন তারা। এই তামিম ৫৮ বলে ৮০ রান করে দলের জয় নিয়ে বীরের মত মাঠ ছাড়েন।

তামিমের সাথে ২৭ রানে অপরাজিত থাকেন শহীদ ইউসুফ। ইসলামাবাদের বিপক্ষে ৯ বল বাকি থাকতেই পেশোয়ার জালমি জয় পায়।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে