স্পোর্টস ডেস্ক: ব্যর্থ উদ্ভোধনী জুটি নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। তাই তৃতীয় স্থান নির্ধারণীর শনিবারের ম্যাচে নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ ও সাইফ হাসানকে বিশ্রামে রেখে খেলতে নেমেছে মিরাজ বাহিনী। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে সাঈদ সরকারকেও। এ তিন জনের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছন জাকির আলী অনিক, শফিউল হায়েত ও আব্দুল হালিম।
আসরের শুরু থেকেই বেশ ভালোভাবে লক্ষ্য করা গেছে টাইগার দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা আর লজ্জায় মাথায় নুইয়ে মাঠ ছাড় দৃশ্য। তাই শেষদিন মিডেল অর্ডার ব্যাটসম্যান আরো বাড়ানো হয়েছে। এছাড়াও দুই পেসারের পরিবর্তে এদিন তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ দল।
নিয়মিত দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলে না থাকায় উদ্বোধন করতে পারেন জয়রাজ শেখ ইমন ও মো. জাকির হাসান। এছাড়া দলে দুই বিশেষজ্ঞ উইকেটরক্ষক থাকায় এদিন নিয়মিত উইকেটরক্ষক জাকির হাসানের পরিবর্তে কিপিং করছেন জাকির আলী।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর