স্পোর্টস ডেস্ক: মাঠ কিংবা মাঠের বাইরে সমান তালে আলোচিত ব্রাজিলিয়ান তারকা নেইমার। মাঠে দেশ কিংবা বার্সার হয়ে গোল করা ছাড়াও বাইরের বিভিন্ন ঘটনায় প্রায়ই খবরের মধ্যমনিতে থাকেন এই স্ট্রাইকার।
ঠিক তেমনই এবার নেইমারের সঙ্গে পার্টি করলেন স্বয়ং মিস ওয়ার্ল্ড লালগুনা রোয়ো৷ বছর তেইশের কন্যার নীল চোখেই ডুবেছেন বার্সেলোনার মহাতারকা৷ বরাবরই লালগুনা বার্সার সমর্থক৷ কারণ জন্মসূত্রে তিনি স্পেনেরই৷ বার্সার জার্সিতে একাধিক ফটোশুটেও দেখা গিয়েছে রোয়োকে৷ এই বিশ্ব সুন্দরী ক্রমশই নেইমারের ঘনিষ্ট হয়ে উঠছেন বলে স্প্যানিশ মিডিয়ায় খবর৷ নেইমারের সঙ্গে পার্টি করার ছবি রোয়ো নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘নেইমার দারুণ ছেলে’৷
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর