শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪১:২৩

মন্থর গতিতে এগোচ্ছে শ্রীলঙ্কা

মন্থর গতিতে এগোচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফতুল্লায় টস জিতে খেলতে নেমে শরুতেই মন্থর গতিতে এগোতে দেখা যায় স্বাগতিক শ্রীলঙ্কান যুব দলকে। মূলত শুরুতেই বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পর পর তিন উইকেট তুলে নেয়ায় থেকে যায় লঙ্কানদের রানের চাকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কান যুবাদের সংগ্রহ ৪০.২ ওভারে ১৬৭ রান।

উইকেট পড়েছে ৫টি

সেমিফাইনাল ম্যাচে ২ উইকেট প্রাপ্তির পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও বল হাতে জ্বলে উঠেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজে। তার বোলিং তাণ্ডবে লণ্ড-ভণ্ড হয়ে পড়েছে লঙ্কানদের টপ-অর্ডার। এদিনে ৬ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে তুপপলে নিয়েছেন তিন উইকেট।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: জয়রাজ শেখ, পিনাক ঘোষ, জাকের আলী (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শফিউল হায়েত, মোহাম্মদ সাইফুদ্দীন, মোসাব্বেক হোসেন, মেহেদী হাসান রানা, আব্দুল হালিম, সালেহ আহমেদ শাওন।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে