স্পোর্টস ডেস্ক : রীতিমতো সুখবর পেতে যেন ভুলেই গেছে দেশের ক্রীড়াঙ্গন। ওয়ানডে বিশ্বকাপে টানা চার পরাজয়ের স্বাদ নিয়েছে সাকিব বাহিনী। কোনো কিছুই অনুকূলে নেই ক্রিকেটারদের।
তবে এমন দুঃখের সময়ে স্বস্তির খবর এনে দিয়েছিল ফুটবল। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই জয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজরা।
বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন। এর মধ্য দিয়ে পরের তিন বছরের জন্য ব্যস্ত এক সূচিতে প্রবেশ করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
তবে এর আগেই বড় সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছে লাল-সবুজেরা। ফিফা অক্টোবরে র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে জায়গা করে নিয়েছে তারা।
এশিয়ার দেশগুলোর শীর্ষে আছে জাপান (১৮তম)। এরপরে ইরান (২১) এবং দক্ষিণ কোরিয়া (২৪)। অন্যদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরে ভারত (১০২)। ৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় পেয়ে ৪ ধাপ ১৯৩তম স্থানে উঠে এসেছে পাকিস্তান।
র্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি আর্জেন্টিনা। রেটিং পয়েন্ট বেড়েছে মেসিদের। অন্যদিকে রেটিং পয়েন্ট কমে তিনে আছে ব্রাজিল। দুইয়ে যথারীতি ফ্রান্স। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে গিয়েছে পর্তুগাল। দশম স্থান থেকে আটে উঠে এসেছে স্পেন।