মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ০৭:৩০:০৩

শেষ পর্যন্ত ভারতকে যত রানের টার্গেট দিলো বাংলাদেশ

শেষ পর্যন্ত ভারতকে যত রানের টার্গেট দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টপ অর্ডার ব্যাটাররা ভালো ভিত গড়ে দিয়েছিলেন। তবে সেটা কাজে লাগাতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে আশা জাগিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ নারী দল। তবে মুর্শিদা খাতুনের দৃঢ়তায় লড়াই করার পুঁজি পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন মুর্শিদা খাতুন।

টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চার হাঁকিয়ে শুরু করা দিলারা আক্তার ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারলেন না। ৬ বলে ১০ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।

তিন নেমে দুর্দান্ত ব্যাটিং করছিলেন সোবহানা মোস্তারি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর অবশ্য নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু আজ ব্যর্থ হয়েছেন গত ম্যাচে ফিফটি করা অধিনায়ক।

জ্যোতি ফেরার পর ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ৬৯ রান তুলতেই হারায় পঞ্চম উইকেট। এরপরই নামে বৃষ্টি। ঘণ্টা খানেক খেলা বন্ধ ছিল। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য কমেনি। 

নতুন করে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। এক প্রান্তে মুর্শিদা দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। মুর্শিদা ৪৯ বলে করেছেন ৪৬ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে