শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৩:৩০

সিপিএলে সর্বোচ্চ দামে চুক্তিবদ্ধ হলেন যে ২ বিখ্যাত ক্রিকেটার

সিপিএলে সর্বোচ্চ দামে চুক্তিবদ্ধ হলেন যে ২ বিখ্যাত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির আসর যেন বিশ্বের সকল তারকাদের মিলন মেলা। এই মিলন মেলায় মোটা অংকের অর্থচুক্তিতে খেলেন ক্রিকেটাররা।

এর আগে এই আসরের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদি। এবার আর তিনি নেই।

২০১৬ সালের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দামে যৌথভাবে চুক্তিবদ্ধ হয়েছেন দুই ক্রিকেটার। তারা হলেন, ডেভিড মিলার ও লেন্ডল সিমন্স।

সিপিএলে তারা ১ লাখ ৬০ হাজার ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন। সেইন্ট লুসিয়া জোকস দলে নিয়ে নিয়েছে মিলারকে। অন্যদিকে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টস দলে নিয়েছে সিমন্সকে।

সিপিএলের সিইও ডামিয়েন ডনোহো এবারের আয়োজন নিয়ে বলেন, আমরা আশা করি আগের এই আসর আরো জমজমাট হবে।

বিদেশের বিভিন্ন তারকারা আসবেন আর তাতে আমাদের দেশের ক্রিকেট আরো সমৃদ্ধ হবে।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে