স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে গত বারের চ্যাম্পিয়ন শাহরুখ খান। এবারও এগিয়ে যাচ্ছেন নতুন মিশন নিয়ে। দলের নামেও এসেছে পরিবর্তন।
এখানেও তার দলের নাম নাইট রাইডার্স। আইপিএলেও তার দলের নাম কলকাতা নাইট রাইডার্স। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্সের আগে লেখা হচ্ছে ত্রিনবাগো।
দলের এমন নামকরনের রহস্য সম্পর্কে জানান কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, আমরা নাইট রাইডার্সকে একটি ব্রান্ড হিসাবে পরিচিতি আনতে চাই।
এই নামটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। শাহরুখ খান বলেছেন, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত।
গতবারের শিরোপাজয়ী শাহরুখ এবারের লক্ষ্য সম্পর্কে জানান, এবারও একই লক্ষ্য আমাদের। খেলতে নামলে সবাই সেরা হওয়ার জন্যই মাঠে নামে বলে জানান শাহরুখ খান।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর