শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:১৭:১৫

ব্যাডম্যানের সেই বিরল রেকর্ড ভাঙলেন ভোজেস

 ব্যাডম্যানের সেই বিরল রেকর্ড ভাঙলেন ভোজেস

স্পোর্টস ডেস্ক: নিজের ক্যারিয়ারের ১৪তম টেস্টে পঞ্চম সেঞ্চুরি তুলে ক্রিকেটের কিংবদন্তী ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন ভোজেস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম এই টেস্টের দ্বিতীয় দিন শেষে ভোজেস অপরাজিত আছেন ১৭৬ রানে। অসাধারণ এই ইনিংস খেলার পথে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট না হয়ে টানা ৫০০ রান করেছেন।

আরেকটি রেকর্ডে তো স্যার ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন ভোজেস! যে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়কে বলতে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য! এত দিন যার ধারেকাছেও কেউ যেতে পারেনি। সেখানে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়কেও ছাড়িয়ে গেছেন ভোজেস।

টেস্টে কমপক্ষে ১ হাজার করা ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড় সবচেয়ে বেশি এখন ভোজেসের, ১০০.৩৩। ১৪ টেস্টের ১৯ ইনিংসে ভোজেসের রান এখন ১২০৪।

ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ও এত ছিল না। প্রথম ১৪ টেস্টে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ৯৪.৪৫। সেখানে ভোজেসের ১০০.৩৩। ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান এখনো এক ইনিংস খেলার সুযোগ পাচ্ছেন। -রাইজিং বিডি
 
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে