স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের দেয়া ২১৫ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম উইকেট হারিয়ে বেশ ঠান্ডা মাথায় এগোচ্ছে স্বাগতিক বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুব টাইগারদের সংগ্রহ ১৫ ওভারে ৫০ রান। আর উইকেট পড়েছে ১টি।
মাঠে রয়েছেন নাজমুল হাসান শান্ত (১) ও জয়রাজ শেখ (২১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: জয়রাজ শেখ, পিনাক ঘোষ, জাকের আলী (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শফিউল হায়েত, মোহাম্মদ সাইফুদ্দীন, মোসাব্বেক হোসেন, মেহেদী হাসান রানা, আব্দুল হালিম, সালেহ আহমেদ শাওন।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর