শনিবার, ০৪ মে, ২০২৪, ১২:০৮:৩৫

আসন্ন বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

আসন্ন বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। মেরুন জার্সিতে জুনের বিশ্ব আসর মাতাবেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারের মতো হার্ড হিটাররা। দলে প্রথমবার সুযোগ পেয়েছে পেসার শামার জোসেফ।

আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। তার এক মাস আগে অভিজ্ঞ ও তারকা ঠাসা দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট।

শুক্রবার (৩ মে)  আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন সামি। 

এবারের আসরে রভম্যান পাওয়েলের নেতৃত্বে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে নতুন মুখ কেবল শামার জোসেফ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি ২৪ বছর বয়সী এ পেসারের। ১৫ জনের স্কোয়াডে কিছুটা কম অভিজ্ঞ গুদাকেশ মোতি ও শেরফান রাদারফোর্ড। বাকিদের সবাই আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ ও সমৃদ্ধ।
 
আগামী ২৫ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এর আগে কোনো কারণে পরিবর্তন আনলে আইসিসির অনুমতির প্রয়োজন হবে না।
 
এরপর শুধু ইনজুরির কারণে দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে