শনিবার, ০৪ মে, ২০২৪, ০৯:১৭:১২

বাঁহাতি এই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ সাইফউদ্দিন

বাঁহাতি এই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হলো তানজিদ হাসান তামিমের। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই করেছেন বাজিমাত। 

নিজের অভিষেক টি-টোয়েন্টি খেলতে নেমে ৪৭ বলে করেন ৬৭ রান। বাঁহাতি এই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ মোহাম্মদ সাইফউদ্দিন।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাইফউদ্দিন তামিমের প্রশংসা করে বলেন, ‘প্রথম ম্যাচ হিসেবে যেরকম আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করেছে সত্যিই প্রশংসনীয়। প্রথমত হয়তোবা সৌম্য (সরকার) ভাই ফিট থাকলে ও সুযোগ পেত না। তারপরেও ও সুযোগটা কাজে লাগিয়েছে। ইনশাল্লাহ আমি ওর কাছ থেকে আশা করবো বাকি চারটা ম্যাচেও ধারাবাহিক থাকার।’

এদিকে বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং নিয়েও কাজ করেছেন সাইফউদ্দিন। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘প্রথমত আসলে ও (হাথুরুসিংহে) অনেক ভালো টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলে। আসলে নেট প্র্যাকটিসেও যে ম্যাচ প্র্যাকটিসের মত ক্যালকুলেটিভ হতে পারে সেটা আমাকে ও বুঝায়। সেটা কাজে আসবে ইনশাল্লাহ।'

'আমি সেভাবে ব্যাট করার চেষ্টা করবো। প্র্যাকটি হোক আর ম্যাচে হোক সবসময় মনযোগী থাকা উচিত। ম্যাচের ইনটেন্ট নিয়ে প্র্যাকটিস করলে সেটা অনেক কাজে দিবে।’-আরো যোগ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে