শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৬:৫৬

বিশ্বকাপ ম্যাচে ফতুল্লা স্টেডিয়ামে দুর্ঘটনায় টাইগার তারকা আহত

বিশ্বকাপ ম্যাচে ফতুল্লা স্টেডিয়ামে দুর্ঘটনায় টাইগার তারকা আহত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ম্যাচে ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নামে শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এটি।

শ্রীলঙ্কার ব্যাটিংয়ের পর বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ঘটে দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হন দেশের উইকেটকিপার ব্যাটসম্যান জাকের হোসেন।

দলীয় ৫৯ রানের সময়ে আহত হয়ে মাঠ ছাড়েন জাকের হোসেন। ব্যক্তিগত ১৯ রানের সময় আহত হন তিনি।  আহত হয়ে জাকের মাঠ ছাড়লে ব্যাট হাতে নামেন মেহেদি হাসান মিরাজ।

মিরাজ এদিনও দলের ত্রাতা দয়ে দাঁড়িয়েছে। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ এরই মধ্যে ৯৩ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২১৫।

শনিবারের লড়াইয়ে জয় পেলে যুবাদের বিশ্বকাপ লড়াইয়ে তৃতীয়স্থানে থাকবে। আর এটি হবে যুবাদের ক্রিকেটে দেশের সবচেয়ে বড় সাফল্য।

তবে বাংলাদেশ এবারের আসরে অনেক বড় স্বপ্ন দেখেছিল। বিশ্বকাপ ছাড়া অন্যকিছু না টাইগারদের চিন্তায় কিন্তু স্বপ্ন ভঙ্গ হয় যুবাদের।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে