শনিবার, ০৪ মে, ২০২৪, ১০:০৪:৩৬

রক্তাক্ত অবস্থায় খেলার মাঠ থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে

রক্তাক্ত অবস্থায় খেলার মাঠ থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে

স্পোর্টস ডেস্ক : গুরুতর চোটে মাঠ থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলো গোলকিপার আনিসুর রহমান জিকোকে। তার মাথা ফেটে রক্ত বের হয়।

আজ শনিবার বসুন্ধরার কিংস অ্যারেনায় বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের ৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক বসুন্ধরা।

খেলার ১৯ মিনিটে বসুন্ধরার বক্সে ঢুকে পড়েন আবাহনীর গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার সামনে তখন দাঁড়িয়ে ছিলেস জিকো। শট ঠেকাতে ঝাঁপ দিলেন বসুন্ধরা গোলরক্ষক, স্টুয়ার্টের বুটের স্পাইক লাগে জিকোর মাথায়। আঘাত পেয়ে মাঠে গড়িয়ে পড়েন জিকো।

মাথা ফেটে রক্ত বের হওয়ায় জিকোকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বদলি হিসেবে মাঠে নামেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে