শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০১:৪৪

মিরাজ-শান্ত’র দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

মিরাজ-শান্ত’র দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সফরকারী শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের টার্গেটে খেলতে নেমে টপঅর্ডারের দুই ব্যাটসম্যানকে হারালেও বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

টাইগারদের শুরুটা একেবারে ভালো হয়নি। শ্রীলঙ্কান পেসার ফারনান্দোর প্রথম ওভারেই বিনা রানে সাজঘরে ফিরে যান জাকির হোসেন। এর পর জাকের আলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন জয়রাজ। এর পর ১৫তম ওভারের তৃতীয় বল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন জাকির। তার পর মাঠ ছাড়তে বাধ্য হন জাকির। তার কিছুক্ষণ পরই আউট হয়ে যান সেট ব্যাটসম্যান জয়রাজ শেখ (২৬)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুব টাইগারদের সংগ্রহ ৩২ ওভারে ১৩৩ রান।

উইকেট পড়েছে ২টি।

মাঠে রয়েছেন  নাজমুল হাসান শান্ত (৩১) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪৬)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: জয়রাজ শেখ, পিনাক ঘোষ, জাকের আলী (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শফিউল হায়েত, মোহাম্মদ সাইফুদ্দীন, মোসাব্বেক হোসেন, মেহেদী হাসান রানা, আব্দুল হালিম, সালেহ আহমেদ শাওন।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে