শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৫:১৪

পিএসএলে সাকিবকে চরম লজ্জা দিয়েছেন শোয়েব মালিক!

পিএসএলে সাকিবকে চরম লজ্জা দিয়েছেন শোয়েব মালিক!

স্পোর্টস ডেস্ক : দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান পেয়েছেন চরম লজ্জা। ক্রিকেট জীবনে এই ধরনের লজ্জা ও অসহ্যনীয় কষ্টকর অবস্থার মধ্যে এর আগে পড়েননি তিনি।

ক্যারিয়ার ঘেটে দেখা যায়, সাকিব আল হাসানের জীবনে এমন দুঃখজনক ঘটনা আগে কখনো ঘটেনি। শুক্রবার পিএসএল খেলায় সাকিব আল হাসানের হাতে বল তুলে দেননি করাচির অধিনায়ক শোয়েব মালিক।

এর মাধ্যমে তাকে ক্রিকেট জীবনের সবচেয়ে বড় লজ্জা ও কষ্ট দিয়েছেন শোয়েব মালিক। মাঠের নামার পরে সাকিব কোন দিনই বা বল বঞ্চিত ছিলেন?

শুক্রবার ব্যাট হাতেও রান পাননি সাকিব আল হাসান। তার দল জিতেছে রবি বোপারার পারফর্মে। এদিন সাকিবের হাতে বল তুলে দেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে করাচি কিংসের অধিনায়ক শোয়েব মালিক।

পিএসএলে করাচির হয়ে টানা ৩ ম্যাচে বাজে ক্রিকেট খেলেন সাকিব। এখন পরবর্তী ম্যাচে তাকে একাদশে রাখা হয় কিনা এসে নিয়ে সংশয় রয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর    

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে