স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আজও দুর্দান্ত খেলছে টাইগাররা। গত ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিল জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ম্যাচেও বাজে শুরু সফরকারীদের। আরও একবার ব্যর্থ টপ অর্ডার ব্যাটাররা। দলীয় ফিফটির আগেই সাজঘরে ফিরেছেন ৫ ব্যাটার।
১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৬৬ রান। উইকেটে আছেন জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেট।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করেন দুই ওপেনার জয়লর্ড গাম্বি ও তাদিয়ানশে মারুমানি। কিন্তু ভালো শুরু এনে দিতে পারেননি তারা। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ২ রান করে সাজঘরে ফেরেন মারুমানি। য়ারেক ওপেনার গাম্বিও সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ১৭ রান।
গত ম্যাচের মতোই এবারও ব্যর্থ হয়েছেন ক্রেইগ আরভিন। এই অভিজ্ঞ ব্যাটার থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৩ রান। টপ অর্ডার ব্যর্থতার দিনে দায়িত্ব নিতে পারেননি সিকান্দার রাজাও। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ৮ বলে করেছেন ৩ রান। এরপর উইকেটে এসে ডাক খেয়েছেন ক্লাইভ মানদান্দে। তাতে ৪২ রানেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারায় সফরকারীরা।