শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৭:৪২

পা দিয়ে তীর ছুড়ে বিশ্বকে চমকে দিলেন তরুণী

পা দিয়ে তীর ছুড়ে বিশ্বকে চমকে দিলেন তরুণী

স্পোর্টস ডেস্ক:  হাত দিয়ে সে তীর ছুড়ে না। পায়ের পাতা থেকে পায়ের আঙুল সে ব্যবহার করে তির ছুড়ার সময়। মেয়ে কীভাবে এই পদ্ধতিতে তীর ছুড়তে শিখল, সেটা তিনিও জানেন না। বলছিলেন, ‘‘ছোটবেলা থেকেই আমার মেয়ে অ্যাক্রোবেটিক্সে দারুণ।’’


এই মেয়েই কি সেরা তীরন্দাজ? এ নিয়ে জল্পনা তুঙ্গে। ১৯ বছর বয়সি রুশ তরুণীর যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে সবার তো তাক লেগে গিয়েছে। কীভাবে সম্ভব তা, সেটাই ভেবে পাচ্ছেন না অনেকে।

ঘটনাটা কী? হাত দিয়েই তীর ছুড়া হয়, এই দৃশ্যই সবাই দেখে এসেছেন। এই রুশ কন্যা তো সব অর্থেই ব্যতিক্রমী। তার নাম আনা বেলিশ। বয়স মাত্র ১৯। হাত দিয়ে সে তীর ছুড়ে না। পায়ের পাতা থেকে পায়ের আঙুল সে ব্যবহার করে তীর ছুড়ার সময়ে। তীর ছুড়ার সময়ে মাথা থাকে নীচে। আর পা উপরে। এই অভিনব প্রক্রিয়ায় অব্যর্থ লক্ষ্যভেদ করতেও সক্ষম আনা।

আনার বাবা সের্গেই বেলিশ স্থানীয় একটি রেলওয়ে স্টেশনে সামান্য কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়ে কীভাবে এই পদ্ধতিতে তীর ছুড়তে শিখল, সেটা তিনিও জানেন না। বলছিলেন, ‘‘ছোটবেলা থেকেই আমার মেয়ে অ্যাক্রোবেটিক্সে দারুণ।’’ সেই অ্যাক্রোবেটিক্স এবং তীরন্দাজি মিলে গেলে কী হয়, সেটাই এখন দেখাচ্ছে আনা।-এবেলা
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে