সোমবার, ০৬ মে, ২০২৪, ১০:১৯:৪৫

দলে যে ঘাটতি খুঁজে পেয়েছেন অধিনায়ক শান্ত

দলে যে ঘাটতি খুঁজে পেয়েছেন অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক : টানা দুই ম্যাচ জিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচেই বাংলাদেশ পেয়েছে সহজ জয়। 

তবে রবিবার দ্বিতীয় ম্যাচ জেতার পরও ঘাটতি খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রবিবার বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান হয়ে যায় জিম্বাবুয়ের স্কোর। তবে ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেট ও জোনাথন ক্যাম্পবেলের জুটিতে সফরকারীরা ঘুরে দাঁড়ায়। তাতে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে পারে সফরকারীরা। অভিষিক্ত ক্যাম্পবেল ১ রানে জীবন পেয়ে করেন ২৪ বলে ৪৫ রান। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন, ‘এখনও অনেক জায়গা রয়েছে, যেখানে আমরা উন্নতি করতে পারি। তারা (জিম্বাবুয়ে) মাঝের ওভারে দারুণ ব্যাটিং করেছে। এ জায়গায় আমাদের কাজ করতে হবে।’ 

১৩৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে একাধিকবার। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথড অনুযায়ী স্বাগতিকরা কখনও এগিয়ে যাচ্ছিল, কখনও বা পিছিয়ে পড়েছিল। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘তামিম (তানজিদ) ও লিটন চল্লিশ ছাড়ানো জুটিতে দারুণ শুরু করে দিয়েছে। রান তাড়া করার পথে তাদের জুটি ভালো ভিত তৈরি করে দিয়েছিল। বৃষ্টি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ব্যাটারদের জন্য ব্যাটিং করা সহজ না (ডিএলএস হিসাব করে খেলা)।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে