স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস মুখ খুলেছেন দীর্ঘদিন পর। সাকিবরা কয়েকদিন পর বিশ্বকাপ খেলবে আর দেশের যুবরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে।
এমন সময় এক সময়ের দেশসেরা ব্যাটসম্যান দেশের ক্রিকেট নিয়ে মুখ খুলেছেন। সময় টিভিতে শোনা গেল শাহরিয়ারের কন্ঠস্বর।
শাহরিয়ার নাফিস এদিন কথা বলেন যুব টাইগারদের হেরে যাওয়ার বিষয়ে। ভালো খেলে আসার পরে যুব টাইগারদের এমন হার মেনে নিতে পারছেন না নাফিস।
তার মতে গোটা টুর্ণামেন্টে ভালো খেলে আসা টিমের এভাবে হেরে যাওয়াটা খুবই কষ্টকর। শাহরিয়ার নাফিস হারের কারণ হিসাবে খুঁজে পান দলীয় অধিনায়ক মেহেদি হাসানের সিদ্ধান্তগত ভুলকে।
তিনি বলেছেন, টস জিতে ব্যাটিং নেয়া ঠিক হয়নি। কুঁয়াশাচ্ছন্ন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটা ভালো হত।
শাহরিয়ার নাফিস বলেন, বাংলাদেশকে হারানোর জন্য অনেক কৌশল ছিল ক্যারিবীয়দের। ওদের কৌশল কাজে এসেছে।
তার মতে জয় পাওয়ার জন্য আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। কিন্তু ক্যারিবীয়রা মাঠে নামে যে কোনো পরিস্থিতিতে জয় পাওয়ার জন্য।
এক্সটা কিছু মাথায় নিয়ে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফলে জয়টা অধরাই থেকে যায় বাংলাদেশের জন্য।
প্রসঙ্গত, এবারের বিপিএলে দারুণ পারফর্ম করেছেন শাহরিয়ার। জাতীয় লিগে শাহরিয়ারের ব্যাটে রান বন্যা থাকছেই। ফের জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর