স্পোর্টস ডেস্ক: চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিগত এক ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম ইকবালকে ইংরেজি ভাষা জ্ঞান নিয়ে হাস্যকর প্রশ্ন করে সমালোচনার মুখে পড়েছিলেন ধারাভাষ্যকার রমিজ রাজা। এবার সেই রমিজ রাজাই এবার তামিমকে বলেছেন ‘ব্রিলিয়ান্ট’।
শুক্রবার রাতে পিএসএলে লাহোর ক্যালান্ডার্সের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ৫৮ বলে ৮০ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন বাংলাদেশি এই ডেশিং ওপেনার। তাই ম্যাচ সেরার পুরস্কারটিও তার হাতে উঠে। এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিমের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর